জাগো বাহে কোনঠে সবাই,,,
জেগো ওঠো
শত বছরে চাঁপা পড়ে থাকা
আগ্নেয়গিরির মত,,,
তোমাদের জাগরনে কম্পিত হবে ধরা,
গরীবের ধন চুষে
কালো টাকায় প্রাসাদ গড়েছে যারা।
আজি বিগলিত অগ্নির মত
ধ্বংস করো
অত্যাচারির তান্ডব লেলিহান,,
ধরার মাঝে আছে যত ঘুস খোর,
সন্ত্রাস আর চাঁদাবাজের দল,
নব উত্থিত জনতা আজি
দেশ থেকে সব করবে পরিত্রান।
জাগো বাহে কোনঠে সবাই
জেগে ওঠো,,,
হাতে হাত রেখে কাধে কাধ রেখে
রাজ পথে আজি মিছিল ধরো।
তোমাদের ওই বর্জ্র ধ্বনীতে
আজ চৈতন্য জনতার মাঝে
আসবে সুখের বান,
ওরে নির্দয় পাষাণের দল
হুশিয়ার সাবধান।
Md Mamun Mondol |
➧লেখক-Md Mamun Mondol
No comments:
Post a Comment