হে মোর মন কারিনী
তুমি নাই বা পারতে তোমার রুপের জোয়ারে মোরে ভাসাতে,,
নাই পারতে ঐ ডাগর কালো চোখের চাহনি
আর মিষ্টি ঠোঁটের হাসি দিয়ে মন কাড়তে , তোমাকে ভালোবাসার জন্য পারি আমি হাসি মুখে মরতে।
তোমার ভালোবাসার খেয়ায়
নাও মোরে ভাসিয়ে,
এ কেমন প্রীতির বাণ মারলে মোরে,
শয়নে স্বপনে শুধু তোমারই স্মৃতি পড়ে মনে।
আমি যে পড়িয়েছি তোমার গলে ভালোবাসার মালা,
অভিমানে যদি চলে যাও দূরে তবে পাবো মনে জ্বালা।
যদি চাও হাত দুটি দাও বাড়িয়ে
সাথী হয়ে রইবো পাশে,
তোমাকে ছেড়ে যাবো না কভু দূরে শত কষ্টও যদি আসে।।
Md Mamun Mondol |
➡লেখক মোঃ মামুন মন্ডল
No comments:
Post a Comment